প্রতিনিধি 19 August 2025 , 7:49:30 প্রিন্ট সংস্করণ
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে চর পাকেরদহ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি চর পাকেরদহ ইউনিয়নের চর পাকেরদহ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শনিবার (১৬ আগস্ট) রাতে মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকেরদহ এলাকায় উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব আল মাহফুজের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি টিম ইয়াবা ব্যবসায়ী নাছির চিকুকে ৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এর পর তাকে থানায় নেওয়ার পথে উপজেলার বাংলাবাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সিন্ডিকেটের শতাধিক সদস্যরা লাঠি-সোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের কাছ থেকে হাতকড়ার চাবি কেড়ে নিয়ে চিকুকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে বলপূর্বক সরকারি কাজে বাধা দান ও পুলিশকে আঘাত করার অপরাধে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬০ থেকে ৭০ জন অজ্ঞাতদের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন এসআই হাসিব।
মামলার পর ওই রাতেই অভিযান চালিয়ে এজহারভুক্তচর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকেরদহ গ্রামের মো. আজিজুল হক বাবু (৩২), মো. রাসেল (৩৪), স্বপন (২৮) ও সুজা মন্ডলকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তার প্রাথমিকভাবে আসামি ছিনিয়ে নেওয়ার সত্যতা স্বীকার করেছেন। পরে তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত মঞ্জুর করে।
তিনি বলেন, আমরা ভিডিও ফুটেজ দেখে পুলিশের ওপর হামলার ঘটনায় মূল আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করছি। গতকাল মধ্যরাতে হামলার অভিযোগে এজাহারভুক্ত আবু সাইদকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে, পুলিশ তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে।