প্রতিনিধি 15 September 2024 , 4:36:06 প্রিন্ট সংস্করণ
কামরুল হাসান,স্টাফ রিপোর্টারঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় এলাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর উপদেষ্টা ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
জহুরুলের মোড় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় বক্তব্য রাখেন, জি এমন কাদেরের উপদেষ্টা ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা দ্রুত ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।