মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কঁচা নদী সংলগ্ন ০৪ টি অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ অভিযানে ০৩টি ইট ভাটাকে আংশিক ভেঙে প্রত্যেককে ০৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা নগদে জরিমানা আদায় ও ০১টি অবৈধ ইটভাটা সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার খোলপটুয়া গ্রামের কঁচা নদীর তীর ঘেঁষে কয়েকটি ইটভাটা গড়ে উঠেছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী ২০১৯ অনুযায়ী) অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা প্রধান দপ্তরে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ।
এ সময় উপস্থিত ছিলেন,পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোঃ সোহেল মাহমুদ, পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী সহ অত্র দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, ব্যাটালিয়ান ও ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ।
এ সময় অভিযানে মেসার্স শাহানাজ ব্রিকস (এসবিআই), মেসার্স আরওয়ান ব্রিকস (এএম বিআই), ভাই ভাই ব্রিকস (ভাই ভাই)এর আংশিক ভেঙে প্রত্যেককে ০৫ লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকার নগদে জরিমানা আদায় এবং কঁচা ব্রিকস ইন্ডাস্ট্রিজ (কেবিআই) কে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ও কাচা ইট পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার বলেন, বরিশাল বিভাগীয় কার্যালয়ের অধীনস্থ জেলা সমূহের সকল ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর কর্তৃক কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যায় ক্রমে সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
মোবাইল নং ০১৭১৪ ২৩৩ ৮০৫