অন্যান্য

জিয়ানগরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ০৩টিতে জরিমানা,০১টি ভেঙে সম্পূর্ণ ধ্বংস

  প্রতিনিধি 12 February 2025 , 10:44:02 প্রিন্ট সংস্করণ

মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কঁচা নদী সংলগ্ন ০৪ টি অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ অভিযানে ০৩টি ইট ভাটাকে আংশিক ভেঙে প্রত্যেককে ০৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা নগদে জরিমানা আদায়  ও ০১টি অবৈধ ইটভাটা সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার খোলপটুয়া গ্রামের কঁচা নদীর তীর ঘেঁষে কয়েকটি ইটভাটা গড়ে উঠেছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী ২০১৯ অনুযায়ী) অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা প্রধান দপ্তরে নিয়োজিত  নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ।
এ সময় উপস্থিত ছিলেন,পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোঃ সোহেল মাহমুদ, পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী সহ অত্র দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, ব্যাটালিয়ান ও ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ।
এ সময় অভিযানে মেসার্স শাহানাজ ব্রিকস (এসবিআই), মেসার্স আরওয়ান ব্রিকস (এএম বিআই), ভাই ভাই ব্রিকস (ভাই ভাই)এর আংশিক ভেঙে  প্রত্যেককে  ০৫ লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকার নগদে জরিমানা আদায় এবং কঁচা ব্রিকস ইন্ডাস্ট্রিজ (কেবিআই) কে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ও কাচা ইট পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার বলেন, বরিশাল বিভাগীয় কার্যালয়ের অধীনস্থ জেলা সমূহের সকল ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর কর্তৃক কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যায় ক্রমে সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে  নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
মোবাইল নং ০১৭১৪ ২৩৩ ৮০৫

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান মিলনকে’ই চায় ইউনিয়নের সাধারণ মানুষ

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান মিলনকে’ই চায় ইউনিয়নের সাধারণ মানুষ

শুভেচ্ছা অটো ডায়ার মিলের বিষাক্ত বর্জ্যের কারণে পরিবেশ হুমকির মুখে,,

নিরবচ্ছিন্ন নাগরিক সেবা দিয়ে তীব্র কনকনে শীতের রাতে ঘুরে ঘুরে কম্বল,খাবার নিয়ে অসহায়দের বাড়িতে হাজির ইউএনও।

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে ধরে বিএনপির কাউন্সিলরের ছেলেকে হত্যার চেষ্টা 

সংসদে নারী আসন বৃদ্ধিসহ ৫ প্রস্তাব   পার্বত্য চট্টগ্রামসহ দেশের ১৪ নারী সংগঠনের