অন্যান্য

জিসাস সিলেট জেলা কমিটি ঘোষণা: সাংস্কৃতিক জাগরণে উদ্দীপ্ত ৩৯ মুখ নব নেতৃত্বে নবতর অঙ্গীকার, সাংস্কৃতিক আন্দোলনে নতুন গতি

  প্রতিনিধি 13 May 2025 , 8:50:02 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষ অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার ৩৯ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই নতুন নেতৃত্বের হাত ধরে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে নতুন জোয়ার ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

জিসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা পরিষদের সুপারিশ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনপ্রিয় অভিনেত্রী রুকিয়া সুলতানা কেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন (হেলাল) এবং সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির-এর দিকনির্দেশনায় এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

আংশিক কমিটির উল্লেখযোগ্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সভাপতি: মোঃ জয়নাল আবেদীন

সিনিয়র সভাপতি: ছাব্বির রহমান তারেক

সাধারণ সম্পাদক: মোহাম্মদ রাসেল খান

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: সায়েম উদ্দিন

সাংগঠনিক সম্পাদক: রাজ চৌধুরী

সহ-সাংগঠনিক সম্পাদক: জাহিদুল হাসান ইমন, কামরুল ইসলাম ও জুবায়ের আহমদ পাশা

অর্থ সম্পাদক: আবু হানিফ

সহ-অর্থ সম্পাদক: মুন্না

দপ্তর সম্পাদক: হারুন রশীদ

সহ-দপ্তর সম্পাদক: তানিম বাদশা

এছাড়াও আছেন আরও একঝাঁক নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক সংগঠক।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন—
“আমরা সাংস্কৃতিক চর্চাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। বিশেষ করে তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে সাংগঠনিকভাবে কাজ করব। সাংস্কৃতিক জাগরণই হোক চেতনার আলো।”

কেন্দ্রীয় জিসাস নেতৃত্ব নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশাবাদী যে, এই নতুন নেতৃত্ব সাংগঠনিক কাঠামোকে মজবুত করে সিলেটসহ সারা দেশে জিসাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে তুলবে।

উল্লেখ্য, জিসাস দীর্ঘদিন ধরে নাটক, সংগীত, আবৃত্তি, নৃত্যসহ নানা শিল্পচর্চার মাধ্যমে জাতীয় সংস্কৃতিকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখছে। নতুন প্রজন্মের মধ্যে মূল্যবোধ, দেশপ্রেম ও সৃজনশীলতার বীজ বপনে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ