সারাদেশ

জীবিত থেকেও মৃত ভোটার বেশি চট্টগ্রামে কম ময়মনসিংহে

  প্রতিনিধি 9 April 2025 , 7:18:31 প্রিন্ট সংস্করণ

মো: রাকিবুল হাসান:

দেশে বর্তমানে জীবিত থেকেও মৃত ভোটারের তালিকায় রয়েছেন ১৬৯ জন। এক্ষেত্রে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ ধরনের ভোটাররা। জীবিত থেকেও মৃত ভোটার বেশি চট্টগ্রামে আর কম ময়মনসিংহে।

মঙ্গলবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশনের তৈরি করা জীবিত অথচ মৃত স্ট্যাটাসে থাকা ভোটার তথ্য সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।ইসির প্রতিবেদনে দেখা গেছে, জীবিত থেকে মৃত এমন ভোটার বরিশাল অঞ্চলে রয়েছেন ৮ জন, সবচেয়ে বেশি চট্টগ্রাম অঞ্চলে ৪৫ জন, কুমিল্লায় ১৮ জন, ঢাকা অঞ্চলে রয়েছেন ১৪ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে জীবিত থেকে মৃত এমন ভোটার রয়েছেন ৩ জন। এছাড়া রাজশাহীতে ৪, রংপুর অঞ্চলে ৬ ও সিলেট অঞ্চলে এমন ভোটার রয়েছেন ৩৬ জন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ