অন্যান্য

জুভেন্স রাইটস নেট-এর উদ্যোগে কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক।

  প্রতিনিধি 16 August 2025 , 1:09:23 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম

জুভেন্স রাইটস নেট-এর উদ্যোগে কুড়িগ্রামের পাঁচগাছী ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় ৩০ জন শিশু-কিশোরী ও নারী অংশগ্রহণ করেন।

বৈঠকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা বাল্যবিয়ের কুফল, এর সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতি এবং শিশুশ্রমের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন।

উঠান বৈঠকে অংশ নিয়ে কিশোরী সুমাইয়া আক্তার বলেন, “বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো আগে এতটা বুঝিনি। আজকের বৈঠকে অনেক কিছু শিখেছি। আমি আমার সহপাঠী ও প্রতিবেশীদের এসব জানাবো।”

অন্যদিকে, সালেহা বেগম নামের একজন মা জানান, “আমাদের এলাকায় এমন আয়োজন এই প্রথম। আমি প্রতিজ্ঞা করছি, আমার মেয়েকে বাল্যবিয়ে দেব না এবং অন্যদেরও সচেতন করবো।”

এই উঠান বৈঠকটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ