প্রতিনিধি 18 July 2025 , 1:37:27 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।
মাগুরার মহম্মদপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল ও আহতদের সুস্থতা কামনায় দোয়ার কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার বিকেল ৫টায় দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ মৌন মিছিলটি শুরু হয়। মৌন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ আহাদ সুমন চত্ত্বরে এসে শেষ হয়।
মহম্মদপুর উপজেলা বিএনপি আয়োজিত এ মৌন মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মনিরুল ইসলাম মুকুল, যুগ্ম আহবায়ক এসএম ইউনুস আলী সরদার, যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী হিরো, যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বিল্লাহ, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুবদলের আহবায়ক মোঃ তরিকুল ইসলাম তারা, সদস্য সচিব মোঃ শরীফুজ্জামান শরীফ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আরিফুজ্জামান মিল্টন, সদস্য সচিব জাহিদুল ইসলাম রানু, শ্রমিক দলের আহবায়ক মুন্সি মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ জুয়েল রানা, ছাত্রদলের সদস্য সচিব মোঃ রজব আলী, কলেজ ছাত্রদলের সভাপতি শামীম শিকদার প্রমূখ্য।