অন্যান্য

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কচাকাটায় আলোকচিত্র প্রদর্শনী

  প্রতিনিধি 2 August 2025 , 2:30:06 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ 

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ কচাকাটা ইউনিয়নের তিনটি গুরুত্বপূর্ণ বাজারে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কচাকাটা থানা শাখা।

প্রদর্শনীতে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বিভিন্ন মুহূর্তের ছবি, শহীদদের স্মরণে দালিলিক চিত্র এবং ছাত্রশিবিরের তৎপরতার দলিলসমূহ প্রদর্শন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে সেই আন্দোলনের বাস্তবচিত্র সম্পর্কে জানতে পারেন।

আয়োজকরা জানান, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই কর্মসূচির মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে সেই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করতে চাই।”

উল্লেখ্য, ছাত্রশিবির কচাকাটা থানা শাখা বিগত বছরগুলোর মতো এবারও শৃঙ্খলার সঙ্গে এই দিবসটি পালন করেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ