অপরাধ

জুলাই বিপ্লবের গ্রাফিতিতে জয় বাংলা স্লোগান,  মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন।

  প্রতিনিধি 17 January 2025 , 4:59:40 প্রিন্ট সংস্করণ

 

 

ফয়সাল হায়দার

স্টাফ রিপোর্টার

 

মাগুরার মহম্মদপুরে গত ৫ ই আগষ্ট জুলাই বিপ্লবের আঁকা গ্রাফিতিতে জয়বাংলা স্লোগান লিখেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এমন ন্যাক্করজনক কর্মকান্ডে জড়িত নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মহম্মদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মহম্মদপুরের অস্থায়ী কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ সংবাদ সম্মেলন করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানান, রাতের আঁধারে মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজ, সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে আঁকা গ্রাফিতিতে জয়বাংলা লিখে রাখে। এই ঘটনার তিব্র নিন্দা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থীরা। এ ছাড়া ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটক করার জোর দাবি জানান প্রশাষনের প্রতি ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষ থেকে বক্তব্য দেন মোঃ হাসিবুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তাওফিক কামালঅভি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে শুক্রবার দুপুরে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দেয়ালে ওই জয় বাংলা লিখন কালো রং দিয়ে ডেকে দেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, রাতের আধারে জুলাই বিপ্লবের গ্রাফিতে যারা জয় বাংলা লিখেছেন তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করার অভিযান অব্যাহত রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ