প্রতিনিধি 19 August 2025 , 8:44:55 প্রিন্ট সংস্করণ
সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৯ জন, পথচারী ৯২ জন, যানবাহনের চালক ও সহকারী ৫৬ জন রয়েছেন।
এ ছাড়া দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১০৫ জন নিহত হয়েছেন ঢাকা বিভাগে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজধানীতে ২৬টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের মতে, সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো- ত্রুটিপূর্ণ যানবাহন, ত্রুটিপূর্ণ সড়ক, বেপরোয়া গতি, বেতন-কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি।