মোঃ সাব্বির আহমেদ
জুলাই সনদে মুক্তিযুদ্ধের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকতে হবে -বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জুলাই সনদে মুক্তিযুদ্ধের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকতে হবে। ৭১, মুক্তিযুদ্ধ, লাল সবুজের পতাকায় আমাদের পরিচয়। দেশ একবারই স্বাধীন হয়, দ্বিতীয়বার স্বাধীন হয় না,মহান স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একটি দল স্বাধীনতা বিরোধী ছিলেন,তারা জনগণের নিকট ক্ষমা না চেয়ে ভোট চাইতে পারবে না। তারা একদিকে ৩০০ আসনে মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছে অপরদিকে পিআর,সংস্কার, বিচারের কথা বলছে। এ ধরনের মুনাফেকি, দ্বিমুখিতা ভালো না। বিচার সংস্কার চলমান প্রক্রিয়া,এটা বিএনপিও চায়। পিআর সংস্কার,বিচারের কথা বলে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। তিনি বলেন, ৯০ যেমন গণঅভ্যুত্থান হয়েছিল ৫ ই আগস্ট তেমন গণঅভ্যুত্থান হয়েছে,এটা দ্বিতীয় স্বাধীনতা নয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বুধবার (২০আগস্ট) বিকালে সখিপুর উপজেলা,পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষেণ শেষে ঐতিহ্যবাহী তালতলা চত্বরে পথসভার আয়োজন করা হয়। পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তানভীর আহমেদ শহীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত মাস্টার,টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দল যুম্ন সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস,যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দল সভাপতি মিজানুর রহমান ডালিম প্রমুখ। জনাব এড. আহমেদ আযম খান আরো বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগনের জন্য, জনগনের অধিকার আদায়ের জন্য,দেশের সমৃদ্ধির জন্য জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও সারা জীবন লড়াই করে গেছেন। জাতির ক্ষমতায়নের জন্য সকল ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। এরপর জনাব আযম খান উপজেলার ৮ নং বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আইয়ুব আলী খান এর কবর জিয়ারত শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও প্রয়াত ডাক্তার আইয়ুব আলী খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা পৌঁছে দেন।