অন্যান্য

জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়কে খানা  খন্দ ভোগান্তি চরমে যাত্রী ও শিক্ষার্থীদের 

  প্রতিনিধি 21 September 2024 , 3:54:50 প্রিন্ট সংস্করণ

নুর নবী রাসেল.মিরসরাই 

জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়কের অবস্থা বেহাল। খানা খন্দের কারণে এই সড়কে বড় গর্ত হওয়ার কারণে যাত্রী ও শিক্ষার্থীদের যাওয়া আসা করতে কষ্টকর হয়ে পড়েছে

চট্টগ্রাম মিরসরাই উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়ক। যতদূর যায় পুরু সড়কটি গর্ত এবং খানা খন্দে বেহাল । এই সড়ক দিয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাওয়া আসা করে। কিন্তু সড়কের বেহালের কারণে তাদেরকেও ভোগান্তি পোহাতে হয় চরমে। এছাড়াও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ সড়ক দিয়ে যাওয়া আসা করে।

এই সড়ক দিয়ে মুহুরী প্রজেক্ট মৎস্য প্রকল্পের অসংখ্য গাড়ি যাতায়াত করে এবং ছোট বড় শতাধিক গাড়ি এই সড়ক দিয়ে চলাচল করে। অন্যদিকে মুহুরী প্রজেক্ট পর্যটন কেন্দ্র হওয়ার ফলে এই সড়কের সংস্কার অতি জরুরী বলে মনে করেন পর্যটকরাও।

এই সড়কের বেশিরভাগ স্থানে বিটুমিন উঠে গিয়ে খানা খন্দ আর বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার ফলে যাতায়াতে প্রতিদিন বিপাকে পড়তে হয় স্থানীয় বাসিন্দা, যাত্রী, পর্যটক এবং শিক্ষার্থীদের। অতি শীঘ্রই এই সড়কটি যেন সংস্কার করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ