প্রতিনিধি 1 September 2025 , 2:40:29 প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ব্যাংক ঝালকাঠি শাখা শহরের নতুন একটি ভবনে স্থানান্তরিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর) সকালে শহরের আমতলা রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এর আগে ব্যাংকটির কার্যক্রম শহরের অন্য একটি ভাড়া ভবনে চলছিল।
বাংলাদেশ কৃষি ব্যাংক ঝালকাঠি শাখার ব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত।
বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আবু মাহমুদ, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোহাইমিনুর রহমান, উপমহাব্যবস্থাপক মো. নুরুল আমিন এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. রেজাউর রহমান খান ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক খোকন লাল ব্রহ্ম।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভবনে স্থানান্তরের ফলে গ্রাহকরা উন্নত ও সুনির্দিষ্ট পরিবেশে সেবা নিতে পারবেন। কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।