অন্যান্য

ঝালকাঠিতে ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা

  প্রতিনিধি 23 August 2025 , 6:00:53 প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে এসএসসি, দাখিল ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংর্বধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির জেলা শাখা। শনিবার সকালে ঝালকাঠি সরকারি কলেজের অডিটরিয়ামে এ সংর্বধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি। ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার সভাপতি এনামুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল বিশ^বিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মুয়াজ মুহাম্মদ, ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হক।
বক্তারা বলেন, ‘ তরুন এবং মেধাবীদের দেশ গঠনের কাজে লাগাতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে।’
ঝালকাঠির ২৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ