প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ১০:১৭ এ.এম
ঝালকাঠিতে রমজান উপলক্ষে সুলভ মূল্যের বাজার উদ্বোধন

বালী তাইফুর রহমান তূর্য
জেলা প্রশাসন ঝালকাঠি ও ঝালকাঠি পৌরসভার আয়োজনে ক্যাব ঝালকাঠি ও চেম্বার অফ কমার্স, ঝালকাঠির পরিচালনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঝালকাঠি শহরে বিনা লাভের বাজার 'প্রশান্তি' এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় শহরের বাহের রোড এলকায় প্রধান অতিথি হিসেবে প্রশান্তির উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন।
আয়োজকরা জানান, সুলভ মূল্যেন এ কার্যক্রম পরিচালিত হবে পুরো রমজান মাস জুড়ে। চাল ৩০ টাকা কেজি, আটা ২৪ টাকা কেজি, সয়াবিন তেল ১৭৩ টাকা লিটার, চিনি ১১৬ টাকা কেজি, মসুর ডাল ১০০ টাকা, মটর ডাল ৫৮ টাকা কেজি, চিড়া ৫৮ টাকা কেজি, গরুর মাংস ৭০০ টাকা এবং গরুর দুধ ৮০ টাকা লিটার সহ রমজান মাসের প্রয়োজনীয় ১৮ টি পণ্য সুলভ মূল্যে নিশ্চিত করার জন্যেই জেলা প্রশাসন, ঝালকাঠির এই প্রদক্ষেপ।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, জেলা প্রশাসনের এ উদ্যোগটি মূলত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষকে সহায়তা করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে, যাতে তারা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন। মাহে রমজানের সংযম ও সহমর্মিতার শিক্ষার আলোকে এ ধরনের কার্যক্রম সমাজে সহানুভূতি ও সমবেত প্রয়াসের অনুপ্রেরণা জোগাবে। এছাড়া, জেলা প্রশাসন ঝালকাঠি বাজার তদারকি ও মনিটরিং নিশ্চিত করতে বদ্ধপরিকর, যাতে অসাধু ব্যবসায়ীরা এই উদ্যোগের সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.