অন্যান্য

ঝিকরগাছায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন।

  প্রতিনিধি 13 August 2025 , 8:17:29 প্রিন্ট সংস্করণ

মোঃ ইস্রাফিল হোসেন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিকরগাছায় উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে ঝিকরগাছায় আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য যুব র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্বাগত বক্তব্য, শপথ পাঠ, আত্মকর্মী ও যুব সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য উপস্থাপিত হয়।

প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ তোফাজ্জেল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশে জনসংখ্যার সর্বাধিক অংশই যুব-যা সারাবিশ্বে অন্য কোন দেশে নেই। অপার সম্ভাবনাময় যুব শক্তিকে ব্যবহার করে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এ লক্ষ্য অর্জনে সরকার যুবদের কর্মসংস্থানের জন্যে যুগোপযোগী প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে।

আলোচনা শেষে আত্মকর্মসংস্থানের জন্য উপজেলার ২৯ জন যুবক-যুবতীর মধ্যে মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ