প্রতিনিধি 7 August 2025 , 6:50:33 প্রিন্ট সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জাবির ও আল আমিন স্মৃতি সংসদ এবং আদ্ দ্বীন সখিনা মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে যশোর ঝিকরগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
৭ আগস্ট (বৃহস্পতিবার ) সকল ৯টায় ঝিকরগাছার সনামধন্য প্রতিষ্ঠান বি.এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা -চৌগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ বলেন- জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, সবাইকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে। এই চেতনার মাধ্যমে দুর্নীতিমুক্ত, সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন জাতি গঠনে
আমাদের সকলের প্রত্যয় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, আমরা ঝিকরগাছা -চৌগাছা আসনের মোট ২২ টি ইউনিয়নে এক দিন করে ফ্রী মেডিকেল ক্যাম্প করবো। ফ্রী মেডিকেল ক্যাম্প করার ফলে যদি দেখি মানুষ উপকৃত হচ্ছে তাহলে আমার দুই তিন মাস অন্ত্র ফ্রী মেডিকেল ক্যাম্প চালু করবো। এতে করে ঝিকরগাছা – চৌগাছার দরিদ্র সামজ উপকৃত হবেন।
এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- ডাঃ ইমদাদুল হক, পরিচালক আদ্ দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল যশোর। মাহবুবুল আলম মন্টু, সভাপতি উক্ত ফাউন্ডেশন। আব্দুস সামাদ, সহ সভাপতি উক্ত ফাউন্ডেশন। এ্যাড. আবিদুর রহমান, সেক্রেটারি উক্ত ফাউন্ডেশন। মোঃ ইসমাঈল হোসেন, সভাপতি ইসলামি ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম। অধ্যাপক জয়নাল আবেদীন। অধ্যাপক হারুন আর রশীদ। হাফেজ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াত ইসলামীর নেতাকর্মী ।
ফ্রী মেডিকেল ক্যাম্প চিকিৎসা সেবায় মেডিসিন, শিশু, গাইনি চক্ষু, দত্ত সেবা প্রদান করেন।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় এক নারী জানান, “বর্তমানে চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এমন একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের জন্য বড় সহায়তা। আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে সেবা নিয়েছি—এটা অনেক বড় স্বস্তি।”
উল্লেখ্য, কর্মসূচিটি এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক দায়বদ্ধতার একটি সুন্দর উদাহরণ হিসেবে প্রশংসিত হয়।