মোঃ ইস্রাফিল হোসেন ঝিকরগাছা প্রতিনিধি।
যশোর ঝিকরগাছা উপজেলার সরণপুর গ্রামের একটি মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগ উঠেছে জামায়াত কর্মী আবুবকর সিদ্দিক ফিরোজ এর উপর। সিসি টিভি ফুটেজে ভেসে উঠেছে তার মুখ।
২৩ আগস্ট ( শনিবার ) দুপুরে সম্প্রতি ফেসবুকে মোঃ তরিকুল নামে একটা আইডি থেকে টাকা চুরির অভিযোগ করে পোস্ট দেখা যায়।
পরক্ষণেই চেতনায় বাংলাদেশ এর প্রতিনিধি খোঁজ নিয়ে জানতে পারে চুরির বিষয়ে। মসজিদ কমিটির তথ্য অনুসারে দানবাক্স থেকে ১৬৬৭ টাকা নিয়েছে চোরা চক্র। সিসি টিভি ফুটেজ সনাক্ত করে তাদের ধরা হয় পরে তারা ১৬৬৭ টাকার অভিযোগ অস্বীকার করে ৭০০ টাকা তুলে দেন মসজিদ কমিটির কাছে।
এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য ফোন দিলে আবুবকর সিদ্দিক ফিরোজ চেতনায় বাংলাদেশ এর প্রতিনিধি কে জানায় ; আমি আর আমার বন্ধু ১০ দিন আগে সরণপূরে যায় একটি মেয়ে দেখার উদ্দেশ্যে। এমন সময় আমরা এই মসজিদে আসি নামাজ আদায় করার জন্য তখন দেখি মসজিদে দানবাক্সের নিকটে টাকা পড়ে আছে। ফিরোজ বলেন টাকা দানবাক্সে রেখে দেয়ার জন্য তুলেনি। তখন আমার বন্ধু বলে মোটরসাইকেলে তেল নেই টাকাটা রাখ তেল ভরবানে। তার কথায় টাকা রাখতে বাধ্য হয়।
অভিযুক্ত ব্যাক্তি চৌগাছা উপজেলা পাশপোল ইউনিয়নের রাণীয়ালি গ্রামের আকবর হোসেনের সন্তান। আবুবকর একজন ইসলামি বক্তা তার চলাফেরা স্থানীয় জামায়াত কর্মীদের সাথে। গোপন সূত্রে জানা যায় তিনি জামায়াত ইসলামীর রাণীয়ালি গ্রামের একটা ইউনিটের সভাপতি এবং উলামা বিভাগের ওয়ার্ড সভাপতি।