মোঃ ইস্রাফিল হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি
যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।
গত ২০ আগস্ট (বুধবার) বিকেল ৫ টায় ঝিকরগাছা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।
সভায় ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের সঠিক চিত্র জনগণের কাছে তুলে ধরা হয়। গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ছাড়া জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়।”
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।