মোঃ ইস্রাফিল হোসেন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
১৬ আগস্ট (শনিবার) বিকাল ৪ টায় কায়েমকোলা কাঁচা বাজারে মাগুরা ইউপি জামায়াত ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
ইউপি জামায়াতের সভাপতি জনাব আনোয়ার হুসাইন এর সভাপতিত্বে, সেক্রেটারি আশরাফুল আলমের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর ২ (ঝিকরগাছা-চৌগাছা) জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ বলেন - জামায়াতে ইসলামী বিশ্বাস করে আদর্শ রাষ্ট্র বিনির্মাণের জন্য আদর্শ মানুষ প্রয়োজন। তাই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাকাল থেকেই আদর্শ মানুষ তৈরীর কাজ করছে। জামায়াতে ইসলামীর ছায়াতলে অসংখ্য আদর্শ মানুষ রয়েছে। ইতোপূর্বে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হয়ে দেশের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে নিজেদের নৈতিকতার প্রমাণ দিয়েছে ও আদর্শ মানুষ হিসেবে জনগণের সামনে পেশ করতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন - জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে এসব অপকর্ম বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন সংসদ নির্বাচনে নিজের প্রতীক দাঁড়ি পাল্লার পক্ষে ভোট চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মাওলানা আরশাদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য। অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক ভাইস চেয়ারম্যান ঝিকরগাছা উপজেলা। মাওলানা আব্দুল আলিম, আমির ঝিকরগাছা উপজেলা শাখা। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন - দুর্নীতি করে দেশের জনগণের সম্পদ লুটপাট এবং জনগণের ওপর গত দীর্ঘ ১৫ বছর অমানবিক জুলুম নির্যাতন, গণহত্যা চালানোর কারণেই আওয়ামী লীগ ছাত্র-জনতার আন্দোলনে ভীত হয়ে গোষ্ঠীসহ দেশ ছেড়ে পালিয়েছে।ছাত্র-জনতা তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য আন্দোলন করেনি। শুধু ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে। তাহলে যে দল গত ১৫ বছর ক্ষমতায় থেকে মানুষকে উন্নয়নের মহাসড়কের গল্প শুনিয়েছে সে দল কেন ক্ষমতা ছেড়ে এক মিনিটও থাকতে পারলো না।
নেতারা আরো বলেন - জামায়াতে ইসলামীর ওপর স্বৈরাচার আওয়ামী লীগ গত ১৫ বছরে যত জুলুম নির্যাতন করেছে তা বর্ণনা করে শেষ করা যাবে না কিন্তু জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি এবং যায়নি। কারণ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মানুষের সম্পদ লুটপাট করেনি এবং মানুষ হত্যা করেনি। জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচিই হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করা। আর মানুুষের অধিকারের নিশ্চয়তা পাবে কেবল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে। সেজন্য আমরা বলছি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।