প্রতিনিধি 17 August 2025 , 8:22:15 প্রিন্ট সংস্করণ
মোঃ ইসরাফিল হোসেন
ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নে শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল ৯টায় ডহর মাগুরা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী চলা এই ক্যাম্পে স্থানীয় অভিজ্ঞ চিকিৎসকরা শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ সরবরাহ করেন। এতে এলাকার নারী-পুরুষ ও শিশুরা ব্যাপক সাড়া দেন।
আয়োজক শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ জানান, গ্রামের অসহায় ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।