অন্যান্য

ঝিকরগাছা জামায়াত ইসলামীর উদ্যোগে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান বছর পূর্তি উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

  প্রতিনিধি 4 August 2025 , 1:21:26 প্রিন্ট সংস্করণ

মোঃ ইস্রাফিল হোসেন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

৪ আগস্ট (সোমবার) বিকাল ৫ ঘটিকায় ঝিকরগাছা উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে “২৪ এ সংগঠিত ছাত্র সমাজের অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -২ (ঝিকরগাছা -চৌগাছা) আসনের জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ বলেন -জুলাই আমাদের জন্য শুধুই একটি মাস নয়, এটি একটি রক্তাক্ত স্মৃতির নাম। ২০২৪ সালের সেই বিভীষিকাময় জুলাইয়ের কথা মনে হলেই হৃদয়টা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। ইসলাম, ইনসাফ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে যেভাবে আমাদের ভাইয়েরা হামলার শিকার হয়েছেন, শহীদ হয়েছেন তা আজও বিশ্বাস করতে কষ্ট হয়। শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য তাজা প্রাণ ঝরে গেছে এই আন্দোলনে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাওলানা অধ্যাপক আরশাদুল আলম, কর্মপরিষদ সদস্য যশোর জেলা। অধ্যাপক জয়নাল আবেদীন, কর্মপরিষদ সদস্য যশোর জেলা। এছাড়াও উপজেলার সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ