প্রতিনিধি 11 August 2025 , 7:36:15 প্রিন্ট সংস্করণ
মোঃ ইস্রাফিল হোসেন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
চুরি, ডাকাতি, ছিনতাই,মাদক, জঙ্গি, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং প্রতিরোধে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ এর আয়োজনে “ওপেন হাউস ডে ” অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট (সোমবার ) সকাল ১১ টায় ঝিকরগাছা থানার কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – নূর মোহাম্মদ গাজি, অফিসার ইনচার্জ ঝিকরগাছা থানা। নাভিদ সারওয়ার, সহকারী কমিশনার ভূমি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়! পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভ টিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোনো আপস নেই জানিয়ে ওসি। মির্জা জহির উদ্দিন বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি ও কমিউনিটি পুলিশিং সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।