প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৩:৩২ পি.এম
টঙ্গীতে অপরাধ দমনে র্যাব-১ এর বিশেষ তল্লাশি অভিযান

মোঃ মোসাদ্দেক হোসাইন রাফিও (স্টাফ রিপোর্টার):
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, চোরাচালান, সন্ত্রাস ও অপহরণ রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর পক্ষ থেকে বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার বিকেল ৪ টার দিকে উত্তরা র্যাব-১ কোম্পানি কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
অভিযানটি পরিচালিত হয় টঙ্গী স্টেশন রোডের মহাসড়কের পূর্ব পাশে। এ সময় র্যাব সদস্যরা এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। তল্লাশির সময় সন্দেহজনক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হয় এবং বিভিন্ন যানবাহনে কড়া চেকপোস্ট বসানো হয়।
কোম্পানি কমান্ডার মোঃ শহিদুল ইসলাম জানান সাম্প্রতিক সময়ে টঙ্গী অঞ্চলে ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম ও অপহরণের প্রবণতা বেড়ে যাওয়ায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধী চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।
অভিযান শেষে তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সব সময় মাঠে কাজ করছে। অপরাধীদের জন্য কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.