প্রতিনিধি 1 September 2025 , 2:17:31 প্রিন্ট সংস্করণ
মোঃ মোসাদ্দেক হোসাইন রাফিও
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অধীন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একইসঙ্গে বদলি করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) রাতে জিএমপি এ তথ্য নিশ্চিত করে জানায়, পুলিশ সদর দপ্তরের বিশেষ নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।
জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মহিউদ্দিন আহমেদ বলেন,
উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উভয় কর্মকর্তার বদলি কার্যকর করা হয়েছে।
তবে স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, দৈনিক কালবেলা পত্রিকায় সম্প্রতি প্রকাশিত টঙ্গীর মাদকবাজার ও চক্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের পরই এই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পুলিশ সদর দপ্তর বা জিএমপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা রাজধানীর প্রবেশদ্বার গাজীপুরের দুই গুরুত্বপূর্ণ থানা হিসেবে পরিচিত। শিল্পাঞ্চল, বাণিজ্যকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ এই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা সবসময় একটি বড় চ্যালেঞ্জ। তাই একইসঙ্গে দুই ওসির বদলি স্থানীয়ভাবে প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।