অন্যান্য

টঙ্গী শিলমুন বাজার এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে আগুন ।

  প্রতিনিধি 14 April 2025 , 7:38:58 প্রিন্ট সংস্করণ

মোঃ মিন্টু

 

গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার শিলমুন বাজার এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৪ই এপ্রিল) সকাল ১০টায় এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

 

ঐ সময় প্লাস্টিক গোডাউনের সামনে থাকা মোনতাজ উদ্দিন মার্কেটের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও পাশে থাকা একটি মসজিদ ও আশেপাশে স্থানীয়দের কয়েকটি বাড়ির বিশাল ক্ষয়ক্ষতি হয়।

আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে ফায়ার সার্ভিসে খবর দেয় এবং নিজেরাই আগুন নিভানোর চেষ্টা করে।এক পর্যায়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোঃ শাহিন আলম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৪০ মিনিটের প্রচেষ্টায় মূল আগুন নিয়ন্ত্রনে আনে এবং ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিভাতে সক্ষম হয়। এ সময় তিনি আরো বলেন, আগুনের সূত্রপাত হয় একটি অবৈধ প্লাস্টিক কারখানার অসাবধানতার কারণে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ