প্রতিনিধি 2 September 2025 , 5:15:45 প্রিন্ট সংস্করণ
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। সিরিজ জয়ের পরও আলোচনায় রয়েছে একটি বড় বিষয়। আর তা হলো টসে জিতে দুই ম্যাচেই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক নিজে অবশ্য এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি। দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা তানজিদ হাসান তামিমের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। সবশেষ পাওয়ার হিটিং কোচের অধীনে মাত্র কাজ করা বাংলাদেশ এবার আগে ব্যাট করার চ্যালেঞ্জ নিতে পারত কি না সে প্রশ্ন থেকেই যায়। তামিম বলেন, ‘টস জিতে ফিল্ডিং নিয়েছি কেন, এটা ক্যাপ্টেন কোচ টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারব না।’তবে তামিম একটি বিষয় স্পষ্ট করলেন, ‘আসলে হোম এডভান্টেজ সবাই নিতে চায়। আগের ম্যাচে দেখেছেন প্রচুর শিশির পড়েছে। পরে ব্যাটিং করা সহজ হয়েছে। আজও একই ভাবনা ছিল। হয়তো শিশির পড়বে। যেহেতু এটা সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল। কোচ-ক্যাপ্টেন ও টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে ভাববে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’তামিম আরো বলেন, ‘সব ম্যাচই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা ম্যাচই ইন্টারন্যাশন্যাল ম্যাচ। এখানে ছোট-বড় কোন ভেদাভেদ নাই। এখানে সব টিমই সমান টি-টোয়েন্টিতে। যে যার দিনে যে ভালো ক্রিকেট খেলবে সে জিতবে। তো আমার মতে যে সামনে যে ম্যাচটা আছে কারণ সামনে আমাদের এশিয়া কাপ, প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে একটানা ভালো খেলছি, যদি আমরা চালিয়ে যেতে পারি, আমাদের জন্য ভালো হবে। আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’নিজের দৃষ্টিভঙ্গিও ব্যাখ্যা করেছেন তামিম, ‘আসলে দেখেন এখানে ভালো খারাপ বলতে কিছু নাই। ক্রিকেট এমন খেলা, টি-টোয়েন্টি খেলাটা। এখানে ছোট বড় কোন টিম নাই। আমি এর আগেও বলছি যার দিনে যে ভালো ক্রিকেট খেলবে সে জিতবে। তো এখানে আমি কখনই এভাবে দেখি না।’