অন্যান্য

টাকা ছিনতাই করে, কুপিয়ে রেখে গেলো ধান ক্ষেতে! হাসপাতালে নেয়ার পথে মৃত্যু!

  প্রতিনিধি 27 September 2024 , 5:06:46 প্রিন্ট সংস্করণ

নূরুল হক লিটন

বরগুনার আমতলীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে নিহত বাড়ির পাশে ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

নিহত ব্যবসায়ীর নাম আবুল কাসেম (২৩)। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের (২নং ওয়ার্ড) কলাগাছিয়া গ্রামের মোঃ নুর উদ্দিন মোল্লার ছেলে।

জানা যায়, নিহত আবুল কাশেম কলাগাছিয়া বাজারে বিকাশ, ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করতেন। বাজারের দোকান বন্ধ করে রাত ১০ টার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে বাড়ি কাছে পৌঁছলে দুর্বৃত্তরা টাকা ছিনতাই করে, এলোপাতাড়ি ভাবে কুপিয়ে বাড়ির পাশে ধান খেতে রেখে পালিয়ে যায়।

নিহতের মামাতো ভাই সাইদুল বলেন, আমার ফুপি আমাকে ফোন দিয়ে বলে কাশেম এখনো বাড়ি আসে নাই, দেখতো কাশেম বাজারে কিনা।

কাসেম যেসব দোকানে বসে সেইসব দোকানে খুঁজেও কাশেমকে পাওয়া যাচ্ছিল না। কাশেম কে খুঁজতে খুঁজতে যখন বাড়ি যাই, রাস্তার উপর আমার ফুপি কে দেখতে পাই। বাড়ির সামনে একটু গিয়ে দেখি আমার ভাই ধান ক্ষেতের ভিতরে পড়ে আছে, চিৎকার দিয়ে আমি আর আমার ফুফু সেখানে অজ্ঞান হয়ে যাই। তিনি আরো বলেন, ঘটনা দিন রাতে আমার ভাই পটুয়াখালী ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। সব মিলিয়ে প্রায় ৬ লক্ষ মত টাকা ছিল বলে দাবি করেন তার মামাতো ভাই সাইদুল। আমরা এই ঘটনার বিচার চাই। যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনা শুনেছি, ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ