খেলার খবর

টাকা না থাকলে দল নেয়ার দরকার কী, পারিশ্রমিক ইস্যুতে ডেভিড মালান 

  প্রতিনিধি 28 January 2025 , 6:30:55 প্রিন্ট সংস্করণ

স্পোর্টস ডেস্ক

 

বিপিএল মাঠে গড়াবে আর নাটক হবে না, সেটা যেন এখন আর কল্পনা করা যায় না। নানান অনিয়ম আর অব্যবস্থাপনা যেন টুর্নামেন্টটির নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে এবারের বিপিএলে দুর্বার রাজশাহী আগের সব নাটকীয়তার রেকর্ড ভেঙে দিয়েছে।

টাকা না থাকলে দল নেয়ার দরকার কী, পারিশ্রমিক ইস্যুতে ডেভিড মালানখেলোয়াড়দের পারিশ্রমিক না দিয়ে এবারের আসরের শুরু থেকেই নেতিবাচক আলোচনায় রাজশাহী। পরিস্থিতি এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে, পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি খেলোয়াড়রা ম্যাচ পর্যন্ত বয়কট করেছেন। তবে খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়া তো দূরের কথা, চট্টগ্রাম পর্বে হোটেলে বিল দিতে না পারায় বিব্রতকর পরিস্থিতিতেও পড়েছে রাজশাহী।

 

 

পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা শুধু রাজশাহীরই নয়, আরও কয়েকটি দলের ক্ষেত্রেও একই বিষয় শোনা গেছে। এই পরিস্থিতিতে হুমকির মুখে বিপিএল এবং বিসিবির সম্মান। তবে এই অবস্থা থেকে বের হয়ে আসার একটি সহজ সমাধান দিয়েছেন ফরচুন বরিশালের ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান।খুলনা টাইগার্সে বিপক্ষে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে ইংলিশ এই ক্রিকেটার বলেন, ‘টুর্নামেন্ট যেটাই হোক না কেন, মৌলিক জিনিসগুলো ঠিক রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে খেলা এবং কারও কাজ হচ্ছে আমাদের টাকা দেওয়া। এ কারণে এত লিগ। আশা করি সামনে এমন হবে না। এটা সহজ কাজ।’

 

তিনি আরও বলেন, ‘কারও যদি টাকা থাকে সে দল নেবে, না থাকলে দল নেবে না, সিম্পল ব্যাপার। এমনই হওয়া উচিত। আমাদের বিদেশিদের নিয়েও কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। আশা করি সামনেও হবে না।’

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ