মো সাব্বির আহমেদ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মরহুম আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে আজ ৯ আগষ্ট শনিবার দুপুর ১২ টায়,সখীপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।এতে সখীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস কাশেম,সাধারণ সম্পাদক এম মোর্শেদ খান,যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমীন,তথ্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সুমন সরকার বক্তব্য রাখেন।এর আগে সখীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস কাশেমের নেতৃত্বে উপজেলা গেইট সংলগ্ন রিপোর্টার্স ইউনিটির কার্যালয় থেকে খুনী সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল ঐতিহাসিক তালতলা চত্বরে গিয়ে শেষ হয়।এতে রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যগন অংশ নেন।
পরে মানববন্ধন শেষে বক্তারা এমন ঘৃণ্য সন্ত্রাসী হামলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবিসহ সারাদেশে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তার দাবি জানান,অন্তর্বতীকালীণ সরকারের প্রতি।