অন্যান্য

টাঙ্গাইলে কালিহাতীতে বন্ধু মহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  প্রতিনিধি 20 November 2024 , 4:34:39 প্রিন্ট সংস্করণ

 

গৌরাঙ্গ বিশ্বাস,

বিশেষ প্রতিনিধি

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছাড়ে খেলায় চল”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হলো বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট-২০২৪।

 

২০ নভেম্বর (বুধবার) বিকেলে উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় আলামিন ফুটবল একাদশ ও শুভ ফুটবল একাদশ। হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে উত্তেজনায় ঠাসা এই খেলায় ১-০ গোলের ব্যবধানে শুভ একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয় আলামিন ফুটবল একাদশ।

 

খাইরুল ইসলাম মামুনের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল ম্যাচের প্রধান অতিথি ছিলেন কালিহাতী পৌর বিএনপির সহ-সভাপতি শাহানুর রহমান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার সামসুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী কাদের মন্ডল ও শাহজাহান তালুকদার, সমাজসেবক ওয়াহেদ আলী, সালাম মন্ডল, জুয়েল তালুকদার, মনসুর আলী এবং তৈবুর রহমান, ডা. রফিকুল ইসলাম,

বাংড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী এম রহমান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক সানোয়ার হোসেন, নাসির হোসেন, শাহীন রানা, এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

ফাইনাল খেলাটি উপভোগ করতে স্থানীয় ফুটবলপ্রেমীরা ভিড় জমায়, যা খেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। অতিথিরা তাদের বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে যুবসমাজকে মাদকমুক্ত ও সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

ফুটবলের প্রতি ভালোবাসা ও উচ্ছ্বাস নিয়ে দর্শকেরা বন্ধু মহলের এ আয়োজনকে দারুণভাবে সাধুবাদ জানিয়েছেন।

 

গৌরাঙ্গ বিশ্বাস,

বিশেষ প্রতিনিধি

০১৭১২৭২০৭৮৭

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ