অন্যান্য

টাঙ্গাইলে নাতিকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় দাদীর মৃত্যু

  প্রতিনিধি 25 August 2025 , 4:35:49 প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে মাদরাসা পড়ুয়া নাতিকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দাদীর।

দূর্ঘটনায় নিহত রাবেয়া বেগম (৬০) কালিহাতী উপজেলার হামিদপুর গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।

আজ রোববার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার বড় বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, মধুপুর বনাঞ্চলের বড় বাইদ এতিমখানা মাদরাসায় আবাসিকের থাকা তার নাতিকে দেখতে মধুপুর থেকে অটোরিক্স যোগে মাদরাসায় যাচ্ছিলেন রাবেয়া বেগম।

অটোরিক্স টি বড় বাইদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ যার নাম্বার (ঢাকা মেট্রো-ন ২০-৯৪৬৮) মুখোমুখি সংঘর্ষ হয়ে অটোরিক্সটি
খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাবেয়া বেগম
নিহত হন । অটোরিক্সয় থাকা আহত ৩ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতের লাশটি আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরন

কিশোরগঞ্জে বাস পুকুরে শিশু ও নারীসহ আহত ১৪

মাগুরায় বিএনপির নেতৃত্ব নির্বাচন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ! 

সিংরইলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কমিটি গঠন 

আশুলিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

                   

জনপ্রিয় সংবাদ