টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে মাদরাসা পড়ুয়া নাতিকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দাদীর।
দূর্ঘটনায় নিহত রাবেয়া বেগম (৬০) কালিহাতী উপজেলার হামিদপুর গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।
আজ রোববার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার বড় বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, মধুপুর বনাঞ্চলের বড় বাইদ এতিমখানা মাদরাসায় আবাসিকের থাকা তার নাতিকে দেখতে মধুপুর থেকে অটোরিক্স যোগে মাদরাসায় যাচ্ছিলেন রাবেয়া বেগম।
অটোরিক্স টি বড় বাইদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ যার নাম্বার (ঢাকা মেট্রো-ন ২০-৯৪৬৮) মুখোমুখি সংঘর্ষ হয়ে অটোরিক্সটি
খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাবেয়া বেগম
নিহত হন । অটোরিক্সয় থাকা আহত ৩ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতের লাশটি আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।