মোঃ আমজাদ হোসেন বিজয়নগর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় টানা তিন থেকে চারদিনের ঝড়-বৃষ্টির ফলে বিভিন্ন এলাকার সড়কগুলোর অবস্থা চরমভাবে নাজুক হয়ে পড়েছে। রাস্তার কর্দমাক্ত ও ভাঙাচোরা অবস্থা সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। একইসঙ্গে ছোট-বড় অসংখ্য যানবাহন প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এসব সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করলেও এখন কার্যত চলাচল অসম্ভব হয়ে পড়েছে। রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগী পরিবহনসহ প্রতিটি ক্ষেত্রেই দেখা দিয়েছে মারাত্মক অসুবিধা।
অসংখ্য গাড়ির চালকরা বলছেন, এই পরিস্থিতিতে এসব রাস্তায় গাড়ি চালানো দুঃসাহসিক হয়ে উঠেছে।
বিশেষভাবে চান্দরা-আখাউড়া সড়ক এবং বিজয়নগর উপজেলা থেকে হরষপুর পর্যন্ত সড়কটির অবস্থা অত্যন্ত করুণ। প্রতিদিনই এসব সড়কে ঘটছে দুর্ঘটনা।
এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরেই এসব রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। "দয়া করে আল্লাহর ওয়াস্তে এই সড়কগুলো দ্রুত সংস্কার করা হোক"—এমন আকুতি জানাচ্ছেন চালকরা।
বিজয়নগরের সচেতন নাগরিকরা বলছেন, একটি উপজেলার ভিতরে এ ধরনের সড়ক অবস্থা আমাদের জন্য লজ্জার। তারা স্থানীয় প্রশাসন বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
বিজয়নগরের জনগণ চায়, দ্রুত সড়ক সংস্কার কাজ শুরু করে এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তাদের মুক্তি দেওয়া হোক।