অপরাধ

টিয়াখালীতে ধর্ষণে ব্যার্থ হয়ে নারীকে বেধড়ক মারধর, স্বামীর দায়ের কোপে একজন ধর্ষণকারী আহত

  প্রতিনিধি 5 April 2025 , 6:29:11 প্রিন্ট সংস্করণ

সাজ্জাদ হোসেন সাগর 

গতরাত ৪/৪/২০২৫ রোজ শুক্রবার রাত আনুমানিক

১১টার সময় স্থানীয় সোহাগ হাওলাদার পিতা মৃত্যু সুলতান হাওলাদার মধ্যটিয়াখালী,তিনি রাকিবুল জোমাদ্দার বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভুক্তভোগী নারী রাকিবুলের স্ত্রী রিয়ামনিকে ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে বেধড়ক মারধর করে,ভুক্তভোগী নারী জানান,দুই বছর আগে সোহাগ হাওলাদার রিয়ামনিকে জোর করে তার স্বামীর বাসায় ধর্ষণ করে ভিডিও ধারন করে রাখে,ভিডিও ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে, ঘটনার দিন দুপুর ১২টার সময় ভিডিও ডিলেট করার কথা বলে ধর্ষন করে চলে যায়।তারপর আবার সন্ধার সময় পুনরায় ধর্ষণ করার জন্য বারবার জানালা দিয়া ধাক্কা দেয়, ভুক্তভুগির স্বামী নদীতে জাল ধরার উদ্দেশ্যে নদীতে থাকায় বাড়িতে ব্যাপকভাবে হামলা করে, একপর্যায় ভুক্তভোগী নারীকে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ব্যাপক মারধর করে, ভুক্তভোগী নারী জানিয়েছেন দুপুরে তিনি একবার তার সাথে মিলিত হয়েছেন জোর করে,তিনি লোকও লজ্জার ভয় কাউকে বলতে পারছেন না তিনি ভিডিও ডিলিট করার জন্য ওর প্রস্তাবে রাজি হয়,তবুও জোর করে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ব্যাপক মারধর করে ভুক্তভোগীকে। নারীর চিৎকার শুনে এলাকার অনেক মানুষ সেখানে উপস্থিত হলে, একপর্যায়ে ভুক্তভোগের স্বামী রাকিবুল খবর পেয়ে বাড়িতে দৌড়ে এসে,তার স্ত্রীর খারাপ অবস্থা দেখে পাশে থাকা দা দিয়ে সোহাগকে এলোমেলো ভাবে কোপ দেয়, কোপের একপর্যায়ে সোহাগ সেই বাড়ি থেকে পালিয়ে যায়, পরক্ষণে কলাপাড়া থানার পুলিশকে জানানো হল, কলাপাড়া থানার ওসি তদন্ত এবং এস আই জহিরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে, ভুক্তভোগী নারীকে তৎখানাত কলাপাড়া উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়, ভুক্তভোগী নারী রিয়া মনির মেডিকেল পরীক্ষা করার জন্য শনিবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার কথা রয়েছে, ধর্ষণে অভিযুক্ত সোহাগের নামে কলাপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে, ধর্ষণের আলামতের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কলাপাড়া থানা পুলিশ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ