আন্তর্জাতিক

টুপিতে ট্রাম্পের হুমকির প্রতিবাদ ভাইরাল

  প্রতিনিধি 25 January 2025 , 3:59:42 প্রিন্ট সংস্করণ

 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির প্রতিক্রিয়ায় কানাডায় বিশেষ টুপি ভাইরাল হয়েছে। টুপির ওপর লেখা ‘কানাডা ইজ নট ফর সেল’ অর্থাৎ কানাডা বিক্রির জন্য নয়।

 

 

এই টুপিটি কানাডার অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ডের পরনে দেখা যায়। তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অন্যান্য প্রাদেশিক নেতাদের সঙ্গে বৈঠকে এ টুপি পরেছিলেন। কানাডার পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি দেওয়ার সময় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল।

 

 

 

টুপিটি তৈরি করেছেন লিয়াম মুনি নামে একজন কানাডীয় উদ্যোক্তা। তিনি বলেন, ফক্স নিউজে ডগ ফোর্ডের এক সাক্ষাৎকার দেখে তিনি এই টুপির আইডিয়া পান। কানাডাকে যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার প্রস্তাব নাকচ করে ফোর্ড বলেছিলেন, ‘কানাডা বিক্রির জন্য নয়’। মুনি এ মন্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে টুপিটি ডিজাইন করেন। মুনি বলেন, এটি জাতীয়তাবাদ ও ঐক্যের বার্তা দেয়। ডগ ফোর্ড টুপিটি পরার পর থেকে অনলাইনে এর জন্য হাজার হাজার অর্ডার আসতে শুরু করে।

 

 

এদিকে ট্রাম্পের শুল্ক হুমকি কানাডার অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। বিশেষ করে, কানাডার পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করলে তেল ও অন্যান্য পণ্যের দাম যুক্তরাষ্ট্রেও বেড়ে যেতে পারে।

 

 

ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘গভর্নর’ বলে সম্বোধন করেছিলেন, যা কানাডায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কানাডার মধ্যে রাজনৈতিক অস্থিরতাও চলছে। প্রধানমন্ত্রী ট্রুডো এরইমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ বছর কানাডায় নির্বাচনের আগে বিরোধী কনজারভেটিভ দল জনমত জরিপে এগিয়ে রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে