অন্যান্য

টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষাসহ ১২দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী

  প্রতিনিধি 3 October 2024 , 5:28:27 প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন- টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি

টেকনাফের হ্নীলা,হোয়াইক্যংসহ প্রত্যন্ত এলাকায় স্বশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ কর্তৃক স্থানীয় জনসাধারণকে অপহরণ করে নির্মম নির্যাতন ও মুক্তিপণ আদায় বন্ধ, সাধারণ রোহিঙ্গাদের বাহিওে চলাচলের উপর নিষেধাজ্ঞাসহ ১২দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ জনতার উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২রা অক্টোবর সকাল সাড়ে ১০টায় হ্নীলা বাসষ্টেশন চত্বরে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ, রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসা, হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসা, হ্নীলা উচ্চ বিদ্যালয়, হ্নীলা আল-ফালাহ একাডেমী, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়, লেদা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের সমন্বয়ে বিশাল মানববন্ধন ও গণসমাবেশ হ্নীলা ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি হাফেজ শাকের আহমদের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মফিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সায়েম সিকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন হ্নীলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর আল মাসুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাইফুল ইসলাম, হ্নীলা আলফালাহ একাডেমীর উপাধ্যক্ষ মুহাম্মদ রফিক, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম, হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক নুরুল আমিন, হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের প্রভাষক মোহাম্মদ ফেরদৌস, হ্নীলা ডিস্ট্রিবিউটর সমিতির সভাপতি মোহাম্মদ রফিক, শিক্ষানুরাগী আবছার কামাল নোবেল, হ্নীলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নুরুল হোছাইন আজাদ, প্রবাসী দেলোয়ার হোছাইন মিল্কী, হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সাবেক ইজারাদার ও ব্যবসায়ী নেতা জালাল উদ্দিন, হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরুল আজিম সোহেল প্রমুখ।

এতে উত্থাপিত ১২দফা দাবী তুলে ধরে সরকারের উর্ধ্বতনমহলসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। এসব দাবী দ্রুত সময়ে কার্যকর করে হ্নীলা তথা পুরো টেকনাফে স্বস্তি ফিরিয়ে আনা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচী হাতে নেওয়া হবে বলে জানানো হয়। ###

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ