অন্যান্য

টেকনাফে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  প্রতিনিধি 14 October 2024 , 6:58:57 প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন -টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

আগামী প্রজন্মকে সক্ষম করি, দুযোগ সহনশীল ভবিষ্যত গড়ি”এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা১৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।টেকনাফ উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং টেকনাফ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়ন ও এনজিও সংস্থা সুশীলন, রেড ক্রিসেন্ট,আইএমও,হ্যান্ডিক্যাপ,ইউএনডিপি,ফাও,বিজিএস এর অর্থায়ন ও সহযোগিতায় এ সভায়

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম,উপজেলা সিপিপি লিডার কায়সার উদদীন, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, বিজয় টিভির টেকনাফ তিনিধি সাইফ উদ্দীন মোঃ মামুন,এনজিও সংস্থা এুসডি কো-অর্ডিনেটর রোকনুজজমান,ছাত্র প্রতিনিধি, আতিকুর রহমান,টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী কামরুন আক্তার মিম ও নারী নেতৃী কুলসুমা বেগম। সভাপতি সমাপনী বক্তব্যে বলেন,কক্সবাজার সাগর উপকূলীয় কুতুবদিয়া,পেকুয়া, চাকরিয়া,কক্সবাজার সদর,উখিয়া, মহেশখালী ও টেকনাফ আট উপজেলা দুর্যোগ প্রবণ এলাকা। প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে।পরে চিত্তরাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার, কর্মচারী, ছাত্র-ছাত্রী,এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ