প্রতিনিধি 23 October 2024 , 4:56:36 প্রিন্ট সংস্করণ
জামাল উদ্দীন –
টেকনাফ(কক্সবাজার)
স্থানীয় সরকার এবং স্থানীয় পর্যায়ে নেটওয়ার্কিং কর্মশালা ২৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাগরণ চক্র ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এবং ইউনিসেফ এর সহযোগিতায় অনুষ্ঠানে টেকনাফ উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ সাফকাত আলী ও উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু নৌমান ও যুব উন্নয়ন সহকারী অফিসার সোহরাব হোসেন।স্বাগত বক্তব্য রাখেন,জাগরনী চক্র ফাউন্ডেশন কক্সবাজার সমন্বয় খেমাজুল ত্রিপুরা। গৃহীত উন্নয়ন প্রকল্প সংক্রান্তের বিভিন্ন তথ্য উপাত্ত বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন,প্রশিক্ষণ কর্মকর্তা ইয়াছিনরআরা বেগম।উপস্থিত ছিলেন, জাগরণী চক্র ফাউন্ডেশন সেন্টার ম্যানেজার মোঃ জসীম উদ্দীন,কমিউনিকেশন অফিসার বেলাল উদ্দীন, প্রশিক্ষণ কর্মকর্তা রিয়াজুল ইসলাম ও প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি,সুবিধাভোগী সহ ২০ জন কিশোর- কিশোরী প্রমুখ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিস বলেন, ২০১৯ সালে জাগরণ চক্র ফাউন্ডেশন স্থাপিত হওয়ার পর থেকে টেকনাফে দৃশ্যমান সভা ও প্রকল্প দেখা যায়নি। তিনি এ প্রকল্পের অগ্রগতির প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেন।