জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার রাত ২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
আটক কালা বাঁশি (৩০) ওই এলাকার মৃত কালু মিয়ার পুত্র ।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম বলেন, মঙ্গলবার মধ্যরাতে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়ায় এক যুবক সশস্ত্র অবস্থায় অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে। এমন খবরে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়।
কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড ।
পরে আটক যুবকের দেহতল্লাশী করে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচটি গুলি পাওয়া যায়।“
আটক যুবককের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান, কোস্ট গার্ডের কর্মকর্তা।