অন্যান্য

টেকনাফে বিদেশী পিস্তল বুলেট ও ইয়াবা বোঝাই মোটর সাইকেলসহ আটক-২

  প্রতিনিধি 25 June 2025 , 4:16:05 প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে বিদেশী পিস্তল,তাজা বুলেট ও ইয়াবা বোঝাই মোটর সাইকেলসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,গত ২৩জুন ২০২৫ইং রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযানে যায়। অভিযানকালীন উক্ত এলাকায় একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক মোটর সাইকেলের চালক ও আরোহী হ্নীলা জাদিমোরার শফি উল্লাহর পুত্র মোঃ মিজানুর রহমান (২০) এবং দমদমিয়ার আইয়ুবের পুত্র মোঃ একরাম (২৬) মোটর সাইকেলটি থামানো হয়। পরে মোটর সাইকেল আরোহীর কাছে রক্ষিত ব্যাগ তল্লাশী করে ২০হাজার পিস ইয়াবা এবং মোটর সাইকেল চালকের দেহ তল্লাশী করে কোমর হতে ১টি (৭.৬৫ মিঃ মিঃ) বিদেশী পিস্তল,১টি পিস্তলের ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গোলাসহ মাদক পাচারকারী দ্বয়কে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) হারুন-অর-রশীদ জানান, জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছ

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ