প্রতিনিধি 5 January 2025 , 4:58:40 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ব্যাটালিয়ন (২ বিজিবি)। এ সময় মিয়ানমারের মংডু জেলার মৃত ছালেহ আহমদের ছেলে আব্দুর শুক্কুর (২১) কে আটক করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিব’র) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বিশাল চালান হ্নীলার নাফ নদীর জেলে পাড়া সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে পারে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবির চোরাচালান প্রতিরোধ টহল দল কৌশলে অবস্থান করেন।
পরে দুইজন ব্যক্তিকে নাফ নদী সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে। টহল দল তখন তাদের জেলেপাড়া এলাকার দিকে আসতে দেখেন। ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় উক্ত ব্যক্তিরা বহনকৃত বস্তাগুলো ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন একজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
অপর একজন রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশী করে দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত মায়ানমার হতে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করে আসছে। আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা সহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।