জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফে র্যাব ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও ৫০ লিটার দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন টেকনাফ থানার বাসিন্দা সাইফুল ইসলাম (২০) ও আব্দুল করিম (৩২)।
সোমবার (৫ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফের হাবিরছড়া উত্তর লম্বরী এলাকায় একটি অভিযান চালানো হয়। এসময় এক মোটরসাইকেল আরোহীকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি করে তার সঙ্গে থাকা বস্তায় লুকানো অবস্থায় ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় সাইফুল ইসলামকে। জব্দ করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা।
একই সময় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা মেরিন ড্রাইভ সড়কে আরেকটি বিশেষ অভিযান চালায়। একটি ইজিবাইক তল্লাশি করে সিটের নিচে অভিনবভাবে লুকানো ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। অভিযানে আটক করা হয় আব্দুল করিমকে। পালানোর চেষ্টায় তার পা কেটে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল, ইজিবাইক এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।