অন্যান্য

টেকনাফে হ্নীলা নয়াপাড়া রো*হি*ঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় হতে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার।

  প্রতিনিধি 15 January 2025 , 5:09:21 প্রিন্ট সংস্করণ

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার টেকনাফ ১৪জানুয়ারী দুপুর ১২টারদিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাস্প ২৬ সংলগ্ন পাহাড়ে পাহাড়ে বাচ্চারা খেলতে গিয়েই ১টি বস্তাবন্দি মৃতদেহ দেখতে পায়। তা ক্যাম্পের লোকজনকে জানালে তারা পুলিশী সহায়তা ঘটনাস্থলে গিয়ে হাত,পা বাঁধা অবস্থায় এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে।

 

পরে উদ্ধারকৃত মৃতদেহটি নয়াপাড়া রেজিষ্টার ক্যাম্পের বি-ব্লকের শেড-১০৬৩/৪, এমআরসি-৫৪৪৩২ এর বাসিন্দা আব্দুল কুদ্দুস ও মিনারা বেগম দম্পতির ছেলে মোঃ শরিফ (২৩) বলে শনাক্ত করে। মৃতদেহ আপাতত পুলিশী হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

উল্লেখ্য, গত ১০/১৫দিন আগে ডাকাত আলম গ্রুপ এবং ডাকাত শফি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার পর হতে নিখোঁজ ছিল। সে শফি গ্রুপের সদস্য ছিল।

 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, পুলিশ বিকালের দিকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় হতে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে। তা পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ