সারাদেশ

টেকনাফে ৫’টি মেছো বাঘের শাবক উদ্ধার

  প্রতিনিধি 26 January 2025 , 6:28:11 প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

টেকনাফে উপজেলার সাবরাং ইউপির ৪নং ওয়ার্ড মগপাড়া গ্রাম হতে ৫’টি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়। এ সময় বাঘগুলো একনজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভির করেন।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে মগপাড়া গ্রামের নজির মেম্বারের বসত বাড়ি হতে ৫’টি মেছো বাঘের শাবক বসে থাকতে দেখতে পায়। পরে বাড়ির মালিক বন কর্মী (উপকূলীয় বন বিভাগ) কে ঘটনাটি জানানো হয়।

বনকর্মীরা উক্ত ঘটনার বিষয়টি নিশ্চিত হয়ে উর্ধতন কর্মকর্তাদেরকে অনবগত করে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের শাবক গুলো উদ্ধার করে টেকনাফ উপকূলীয় রেঞ্জ অফিসে নিয়ে আসেন।

এ বিষয়ে টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ বলেন, “বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়েছেন। মেছো বাঘের শাবক ৫’টি উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে”।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ