জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি
এসো সবাই ঐয়ক্য গড়ি,মানবাধিকার করি"এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস-২৪ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা,র্যালি ও আলোচনা সভা ১০ডিসেম্বর সকাল১১টায় টেকনাফ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।টেকনাফ উপজেলা মানবাধিকার শাখার সাংগঠনিক সম্পাদক মোঃআফতাব হোসেন আশিফের পরিচালনায় বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখা কতৃক আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আবদুল জব্বারের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মাওঃ আশরাফ আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস কী এবং কেন?এবিষয়ে উপর আলোচনা করেন,টেকনাফ মডেল থানার তদন্ত কর্মকর্তা,টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী,সাংবাদিক টেকনাফ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আশেক উল্লাহ ফারুকীও নারী নেত্রী কুলসুমা বেগম। উপস্থিত ছিলেন,উপজেলা মানবাধিকার শাখার সহ সভাপতি জালাল উদ্দিন,সহ-সভাপতি আহমদ তালাল তালহা,সিনিয়র সহ-সভাপতি,প্রবাসী ফরিদুল আলম,সহ-সভাপতি আব্বাস আলী, সহ-সভাপতি হোসেন আহমদ ও সাংবাদিক ফরহাদ সহ মানবাধিকার কর্মী নারী ও পুরুষ।অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর ও প্রধান সড়কে সভাপতি আব্দুল জব্বারের নেতৃত্বে একটি র্যালি প্রদক্ষিণ করা হয়। উল্লেখ থাকে যে,মানবাধিকার দিবস ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা কর্মচারী অনুপস্থিত ছিলেন।