জামাল উদ্দীন
কক্সবাজার টেকনাফ অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ ০২ মার্চ ২০২৫ তারিখ রবিবার দুপুর ১ টায় টেকনাফের বাহারছড়ার বড় ডেইল সমুদ্র এলাকায় কোস্টগার্ড এবং র্যাব কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটি তল্লাশী চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ০৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত মাদক পাচারকারীদের বিবরণ:
আটকৃত মাদক পাচারকারীদের মধ্যে মোঃ কামাল হোসেন (৩৫), মোঃ নূরুল হাকিম (৩৭), মোঃ জাহিদ হোসেন (২৯), মোঃ আব্দুর রহিম (১৮) টেকনাফের; মোঃ করিম (৫০) পটুয়াখালী কলাপাড়ার এবং মোঃ একরামুল্লাহ (২২) উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য।
উদ্ধারকৃত ইয়াবা, আটককৃত বোট এবং মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।