অপরাধ

টেকনাফ বিজিবি পৃথক কোস্টগার্ড র‌্যাব যৌথ অভিযানে ইয়াবা,ফেন্সিডিল ও অস্ত্রসহ ইঞ্জিন নৌকা জব্দ।

  প্রতিনিধি 4 February 2025 , 1:24:18 প্রিন্ট সংস্করণ

 

 

জামাল উদ্দীন- কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার টেকনাফ মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‌্যাব-১৫ সিপিসি কর্তৃক টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে। কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উক্ত বোটটিকে ধাওয়া করলে বোটটি সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা মাদক কারবারীরা সাঁতার কেটে তীরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশী চালিয়ে একটি ব্যাগ ও বস্তায় লুকায়িত অবস্থায় ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল এবং ২ টি দেশীয় অস্ত্র জব্দ করে।

অপরদিকে গতকাল ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় টেকনাফ ২বিজিবির সাবরাং বিওপি’র একটি বিশেষ অভিযানদল শোয়ারীগোদা এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ২২৩০ ঘটিকায় ০২ জন ব্যক্তি নাফ নদীর অপর পার্শ্ব হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে শোয়ারীগোদা এলাকা দিয়ে বেড়ীবাঁধ পার হয়ে দুইটি ব্যাগ কাঁধে নিয়ে লেজিরপাড়া গ্রামের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। অভিযান দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের বহনকৃত ব্যাগগুলো ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত

বসতি এলাকার ভিতরে গা ঢাকা দেয়। অভিযান দল বর্ণিত এলাকায় অনুসন্ধান চালিয়ে মাদক

কারবারীদের ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা

ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

 

ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এবং লেঃ কমান্ডার রাফির নেতৃত্বে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান। অভিযান শেষ ,প্রচলিত আইন অনুযায়ী উদ্ধারকৃত মাদক যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে

 

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও ফেনসিডিল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সাথে সমন্বয় করতঃ ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ