জামাল উদ্দীন :-
টেকনাফ কক্সবাজার এরই ধারাবাহিকতায়, ঢাকা মেট্রো-পলিটন দক্ষিন থানার মামলা নং-১৬(৬)/২০, প্রসেস নং-৩৯৯/২৪, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১০(খ) ধারা মোতাবেক সাত (০৭) বছরের মাদক মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানার পলাতক সাব্বির আহম্মেদ’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী কক্সবাজার টেকনাফ থানাধীন মহেশখালীয়াপাড়া এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৪ অক্টোবর ২০২৪ তারিখ অনুমান ১২.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে সাব্বির আহম্মেদ (৫৮), পিতা-মৃত হাজী হাব্বিুর রহমান, মাতা-মৃত মোস্তফা খাতুন, সাং-বড়ইতলী, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বর্ণিত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।