প্রতিনিধি 27 October 2024 , 2:55:24 প্রিন্ট সংস্করণ
জামাল উদ্দীন :-
টেকনাফ কক্সবাজার ২৬ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ১৯৩০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে হ্নীলা হতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশীকালীন সিএনজি চালকের আচরন সন্দেহজনক হওয়ায় কর্তব্যরত সৈনিক দ্বারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালকের স্বীকারোক্তিতে তার সিটের নিচে অভিনব পদ্ধতিতে লুকায়িত্ অবস্থায় ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীর নিকট হতে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে বর্নিত সিএনজিটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও সিএনজি’র সিজার মূল্য-১৯,০০,৫০০/- (ঊনিশ লক্ষ পাঁচশত) টাকা। *ধৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরুপঃ*
(ক) আবদুল খালেক (৪৪), পিতা-জব্বির আহামদ, গ্রাম-দক্ষিন সোনাইছড়ি সমিতিপাড়া, পোস্ট-ইনানী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
২। আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন